প্রাকৃতিক খাবারগুলোর মধ্যে মধু নিঃসন্দেহে অনন্য। গুণগত মান ও স্বাস্থ্যকর দিক বিবেচনায় মধুর সমকক্ষ প্রাকৃতিক উপাদান খুব কমই পাওয়া যায়।
আল কোরআনে আছে- “আপনার পালনকর্তা মৌমাছিকে আদেশ দিলেন: পর্বতে, গাছে ও উঁচু চালে বাড়ি তৈরী কর,এরপর সর্বপ্রকার ফল থেকে খাও এবং আপন পালনকর্তার উন্মুক্ত পথে চলো। তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। নিশ্চই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে”। (সূরা নাহলের ৬৮ ও ৬৯ নম্বর আয়াত)
মধু সব সময়ের জন্য প্রাসঙ্গিক। বিশেষ করে এই করোনার সময়ে এটা আরও প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। করোনা নির্মূলকারী শতভাগ নিশ্চয়তাদানকারক কোন প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি। কিন্তু তাই বলে কি থেমে গেলে চলবে?
আমাদেরকে যথাসম্ভব স্বাস্থ্য সচেতন হতে হবে। এমন সব উপকরণ গ্রহণ করতে হবে, যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দেহের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। কেননা, এই ইমিউন সিস্টেমই করোনার মত কঠিন এবং জটিল রোগের জীবাণুর বিরুদ্ধে লড়াই করে থাকে। নিঃসন্দেহে মধু এই ক্ষেত্রে অনেক বেশি কার্যকর প্রাকৃতিক উপাদান।
অনেকেরই এই সময়ে সর্দিকাশি দেখা দেয়। মধু এবং কালিজিরা তেল সর্দিকাশি নিরাময়ে সহায়তা করে। নিয়মিত মধু এবং কালিজিরা গ্রহণ দ্রুত আরোগ্য লাভে সহায়তা করে। তাছাড়া খুশখুশে কাশির সময় চায়ের সাথে মধু মিশিয়ে পান করলে ভালো ফল পাওয়া যায়৷
উল্লেখ্য, খাস ফুডে চলছে মধু মেলা। এই মেলায় মধুতে পাচ্ছেন সর্বোচ্চ ২০% পর্যন্ত মূল্যছাড়।
নিয়মিত মধু খান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান।
অর্ডার করতে ভিজিট করুন:
khaasfood.com/product-category/offers/
Overview
- Category : Food
- Food Type : Other
Features:
- .