কিভাবে আপনি একটি সফল অনলাইন ক্লাসিফায়েড বিজ্ঞাপন তৈরী করবেনঃ
অনেকেই বলেন, অনলাইন ক্লাসিফায়েড বিজ্ঞাপন এ কল আসে না। যেহেতু, অনলাইনে অনেক ক্লাসিফায়েড বিজ্ঞাপন থাকে, সবাই ব্যস্ততার কারণে সব বিজ্ঞাপন পড়তে পারে না। সে কারণে, একটি অনলাইন ক্লাসিফায়েড বিজ্ঞাপন আকর্ষনীয়ভাবে লেখা খুবই গুরুত্বপূর্ণ।
আপনার বিজ্ঞাপনটি ক্রেতার নযর কেড়ে নিলে তিনি সেটা পড়বেন এবং আপনাকে কল করবেন। সে কারণে, আপনার বিজ্ঞাপনটি অন্য দশটি বিজ্ঞাপন থেকে আলাদা হতে হবে এবং ক্রেতার নযর কেড়ে নিতে হবে; অন্যথায় ক্রেতা আপনার বিজ্ঞাপনে ক্লিক অথবা আপনার সাথে যোগাযোগ করবেন না।
আপনাকে সুফলাফল এবং সফলতা এনে দিবে সঠিক পন্থায় লেখা একটি অনলাইন ক্লাসিফায়েড বিজ্ঞাপন। আপনার বিজ্ঞাপনেই ক্রেতাকে পরবর্তী পদক্ষেপ গ্রহনের জন্য মন্ত্রণা দিতে হবে। এ কারণে, একটি অনলাইন ক্লাসিফায়েড বিজ্ঞাপন সঠিকভাবে লেখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
আপনি কুইকঅ্যাড অথবা যেকোন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিতে গেলে, ৪টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সবসময় মনে রাখবেনঃ
- একটি আকর্ষনীয়ভাবে লেখা হেডলাইন সবসময় ক্রেতার নযর কাড়ে।
- আপনার পন্য অথবা সেবার সঠিক এবং বিস্তারিত বর্ননা দিতে হবে। অল্প কথায় এবং সুনির্দিষ্ট শব্দ চয়নে আপনার মনের কথা প্রকাশ করতে হবে। আপনার বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতার মনে কৌতূহল জাগাতে হবে, যেটা জানতে ক্রেতা আপনার সাথে যোগাযোগ করবেন।
- কিছু নির্দিষ্ট “কল টু অ্যাকশন” শব্দ ব্যবহার করতে পারেন; যেমনঃ এখনি কল করুন, এখনি কিনে নিন, আমরাই আপনাকে দিচ্ছি মার্কেটের সেরা অফার, এখনি আমাদেরকে মেসেজ দিন।
- আপনার বিজ্ঞাপনটি আবার পরুন এবং ক্রেতার দৃষ্টিকোণ থেকে চিন্তা করুন। যদি এই বিজ্ঞাপনটি ক্রেতা হিসাবে আপনার কাছে ভালো লাগে, তবেই সেটাকে অনলাইন ক্লাসিফায়েড বিজ্ঞাপন হিসাবে পোস্ট করুন।